ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

১৩৩ রানে রিটায়ার্ড হার্ট তামিম

চা-বিরতির সময় ড্রেসিং রুমে গিয়ে হাতের ব্যথার জন্য আর মাঠে নামেননি তামিম ইকবাল। ব্যথা পেয়ে বিশ্রামে আছেন এই ওপেনার ব্যাটসম্যান। বিরতিতে যাওয়ার আগে অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলেছিলেন তামিম।

দারুণ ব্যাটিং করছিলেন তামিম। শতক হাঁকিয়েও ছন্দে ছিলেন। কিন্তু অফ স্পিনার রমেশ মেন্ডিসকে লেট কাট খেলতে গিয়ে ডান হাতে ক্র্যাম্প করে তামিমের। ওই ওভারেই ক্যাচ তুলে দেন তিনি। কিন্তু কঠিন সেই সুযোগ মুঠোবন্দি করতে পারেনি লঙ্কান ফিল্ডার ধনঞ্জয়া ডি সিলভা।

আগের দিনের ৩৫ রান নিয়ে ম্যাচের তৃতীয় দিন সকালে মাঠে নামেন তামিম। প্রথম সেশনে অর্ধশতক হাঁকিয়ে যান লাঞ্চে। সেখান থেকে ফিরেই ক্যারিয়ারের দশম শতক পূরণ করেন তিনি। প্রথম টাইগার ক্রিকেটার হিসেবে টেস্টে মাইলফলক স্পর্শ করার সামনে ছিলেন তামিম।

কিন্তু সেই মাইলফলক থেকে ১৯ রান দূরে থাকতেই হাতে ক্র্যাম্পের জন্য বিশ্রামে গেলেন তামিম।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন