শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দর্শকশূন্য গ্যালারিতে চলছে বিপিএল

আগের আসর গুলোতে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এমনকি মাঠের খেলা শুরুর আগ থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ দৃশ্যমান ছিল। কিন্তু এবারেরে আসরে মোটেও দর্শক টানতে পারছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ।

তবে বিপিএলের সপ্তম আসর শুরু হলেও দর্শকদের মধ্যে দেখা যাচ্ছে না তেমন আগ্রহ । বুধবার দুপুর দেড়টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সিলেট থান্ডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস হওয়ার পরও তেমন কোনো দর্শক ছিল না। সন্ধ্যায় প্রথম ম্যাচটি যখন শেষ হয় তখনও হাতে গোনা কয়েকজন দর্শক ছিল ।

সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় দ্বিতীয় ম্যাচ কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্সের  । অথচ ছিলনা তেমন কোনো দর্শক। আনুমানিক দুইশতাধিক দর্শকের উপস্থিতিতেই হচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় ম্যাচটি।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  করোনা থেকে সেরে উঠলেন জামাল

সংবাদটি শেয়ার করুন