ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাসের সেরা সাফল্য নিয়ে এসএ গেমস শেষ করলো বাংলাদেশ

সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসরে নিজেদের ইতিহাসের সেরা সাফল্য নিয়ে গেমস শেষ করলো বাংলাদেশের ক্রীড়াবিদরা। নেপালে অনুষ্ঠিত এবারের এসএ গেমসে দশম দিন শেষে ১৯টি সোনাসহ মোট ১৪২টি পদক জয় করেছে বাংলাদেশ।

এর আগে ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে ক্রীড়াবিদরা সেরা সাফল্য ছিলো। সে আসরে ১৮টি সোনা জয় করেছিলো স্বাগতিক বাংলাদেশ। সে ইতিহাস ভেঙে এবারের আসরে  ১৯টি সোনার পাশাপাশি ৩৩টি রূপা ও ৯০টি ব্রোঞ্জ জিতে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে কারাতে স্বর্ণ জিতে প্রথম দিনে শুরু করে দিপু চাকমা। পরদিন জিতে যান আরও তিন জন। এর পর দিন যায়, স্বর্ণ আর আসে না। এমনভাবে কাটে তিন দিন। অবশেষে চতুর্থ দিনে অপেক্ষা ফুরোয় আসে। যার কান্না ইতিহাস হয়ে গেছে দেশের ক্রীড়াঙ্গনে। সেই মাবিয়া আক্তার সীমান্তের হাত ধরে। সেদিন আসে আরও দুই। সোনালি মেডেলের সংখ্যাটা তখন ৭টি।

এরপরের পুরোটা আর্চারদের ঘিরে এক-দুই করে স্বর্ণের সংখ্যা বাড়েতে থকে। সঙ্গে সামিল হন ক্রিকেটের মেয়েরা। ব্যস, এবার সেটা হয়ে যায় ১৮। ততক্ষণে ছুঁয়ে ফেলা গেছে আমাদের সর্বোচ্চ স্বর্ণজয়ের রেকর্ড।

এবারের আসরে সবচেয়ে বেশি ১০টি সোনা জিতেছে বাংলাদেশের আরচাররা। দ্বিতীয় সর্বোচ্চ ৩টি সোনা এসেছে কারাতে ডিসিপ্লিন থেকে। ভারোত্তলন ও ক্রিকেট থেকে এসেছে দুটি করে সোনা। বাকি দুটি সোনা এনে দিয়েছে ফেন্সিং ও তায়কোয়ান্দোর সদস্যরা।

এসএ গেমসের এবারের আসর শেষে বাংলাদেশের সর্বমোট ১৯ টি স্বর্ণ ,৩০টি রৌপ্য ও ৭৮টি ব্রোঞ্চসহ বাংলাদেশের মোট পদকের সংখ্যা ১২৭টি। সাত দেশের মধ্যে পদকজয়ের তালিকায় বাংলাদেশ আছে পঞ্চম স্থানে। বাংলাদেশের নিচে মালদ্বীপ ও ভুটান। আর সবার উপরে রয়েছে ভারত।

 

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন