ঢাকা প্রিমিয়ার লিগে রানের জোয়ার বয়েই চলেছে এনামুল হক বিজয়ের ব্যাটে। সেই স্রোত এবার তাকে নিয়ে গেল নতুন এক অর্জনের মোহনায়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার এনামুল গড়লেন দারুণ এক রেকর্ড।
লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে বিকেএসপিতে আজ বৃহস্পতিবার ৭৩ রানের ইনিংস খেলেন এনামুল। এ নিয়ে চলতি আসরে তার রান হয়ে গেল ৮৭৮। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড এটি।
রেকর্ড গড়া থেকে স্রেফ ১০ রান দূরে এই ম্যাচটি শুরু করেছিলেন এনামুল। রূপগঞ্জের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারে নাবিল সামাদকে বাউন্ডারি মেরে শুরু করেন বিজয়। দ্বিতীয় ওভারে আল আমিন হোসেনকে বাউন্ডারি মেরে রেকর্ড স্পর্শ করেন, এরপরের বলে আরেকটি বাউন্ডারিতে যান ছাড়িয়ে।
এর আগের রেকর্ডটি ছিল সাইফ হাসানের। ২০১৯ সালের লিগে প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাবের হয়ে ৮১৪ রান করেছিলেন ওপেনার সাইফ। এছাড়া ওই বছরের লিগেই লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ৮০৭ করেছিলেন মোহাম্মদ নাঈম শেখ।
সাইফ এবং নাঈমের ওই রান ছিল ১৬ ইনিংসে। যা এনামুল ছাড়িয়ে গেলেন ১২ ইনিংসেই।
১২ ইনিংসের ৯টিতেই এবার পঞ্চাশ ছুঁয়েছেন বিজয়। দুটি সেঞ্চুরি করেছেন। লিগে আরও তিনটি ম্যাচ পাবেন তিনি। রেকর্ড সমৃদ্ধ করার এরও সুযোগ তাই থাকবে।
ঢাকা প্রিমিয়ার লিগের লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার ১০ বছরও হয়নি এখনও। একটা সময় দেশের মূল ক্রিকেটের আকর্ষণই ছিল ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট। বরাবরই দেশের ক্রিকেটের মূল প্রতিযোগিতা ছিল এটি। কিন্তু বিসিবির উদ্যোগের অভাবে লিস্ট ‘এ’ মর্যাদা পেতে দেরি হয়ে যায় অনেক। এরআগে ২০১৩ সালের আসর থেকে অবশেষে লিস্ট ‘এ’ হিসেবে বিবেচিত হয়ে আসছে এই লিগ।
আনন্দবাজার/টি এস পি