এসএ গেমসে আর্চারির ১০টি ইভেন্টের ১০টিতেই স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। সোমবার আর্চারির ৪টি ইভেন্ট অনুষ্ঠিত হলে একে একে সবকটি স্বর্ণ ছিনিয়ে নেয় বাংলাদেশি আর্চাররা। এর আগেও আর্চারির সবকটি ইভেন্টে স্বর্ণ জিতে নিয়েছিল বাংলাদেশ।
সোমবার রোমান সানা ছেলেদের রিকার্ভ এককের ফাইনালে ভুটানকে হারিয়ে স্বর্ণপদক জিতেন। তার আগে ৯ম ইভেন্টে মেয়েদের রিকার্ভ এককেও প্রতিপক্ষ ছিল ভুটান। এই ইভেন্টেও ভুটানকে হারিয়ে স্বর্ণ জিতেন বাংলাদেশি আর্চার ইতি খাতুন।
বিদেশের মাটিতে প্রতিযোগিতার ইতিহাসে এটা এখন পর্যন্ত বাংলাদেশের সেরা সাফল্য। এর আগে বাংলাদেশের সেরা সাফল্য ছিল ৯৫ সালে মাদ্রাজে ৭টি স্বর্ণ অর্জন। তবে দেশের মাটিতে ২০১০ এ ১৮টি স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এবার সেই মাইলফলক ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের সামনে।
এবার এসএ গেমসের সবচেয়ে সম্ভাবনাময় ডিসিপ্লিন ধরা হয়েছিল আর্চারিকে। স্বর্ণ জয়ে আগের আসর ছাপিয়ে যাওয়ার প্রত্যাশা প্রকাশ করেছিলেন বিওএ কর্মকর্তারা। আর্চাররা তাদের সেই প্রত্যশা পূর্ণ করে ১০টি ইভেন্টের ১০টিতেই স্বর্ণ উপহার দিয়েছেন।
আনন্দবাজার/ডব্লিউ এস