ঢাকা | মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চার বছরে ৪০টির বেশি টেস্ট খেলবে টাইগাররা

আগামী ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত চার বছর মেয়াদে ৪০টির বেশি টেস্ট খেলবে বাংলাদেশ, যার বেশিরভাগই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সেই সাথে ৭০টির বেশি ওয়ানডে এবং ৭৬টির বেশি টি-টোয়েন্টি খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৩ থেকে ২০২৭ সালের সম্ভাব্য এফটিপিতে এই তথ্য জানা গেছে।

এবারের এফটিপিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দেশগুলোয় সিরিজ খেলতে যাওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ, সেটির ইঙ্গিত মিলেছিল গত সপ্তাহে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর কথায়। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ডে গিয়েছিল। এবং অস্ট্রেলিয়ায় গিয়েছিল ২০০৮ সালে।

নতুন এফটিপিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাওয়ার ইঙ্গিত দিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, বিষয়গুলো আমাদের বিবেচনায় আছে। এটি সমাধান করার জন্য আমরা বোর্ডগুলোর সঙ্গে কথা বলেছি। বেশ কিছু ইতিবাচক দিক আমরা পেয়েছি। আশা করছি পরবর্তী এফটিপি যেটা আসবে, তাতে কিছু প্রতিফলন দেখা যাবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন