ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তাসকিনের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয় : ডোনাল্ড

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজ জয়ের অন্যতম কারিগর পেসার তাসকিন আহমেদ। ডানহাতি পেসারের আগুন ঝরা বোলিংয়ের নৈপুণ্যেই তৃতীয় এবং শেষ ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। তাসকিন দুই ম্যচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কাঁধে চোট নিয়েও লড়াই করেছেন। পেইন কিলার খেয়ে, কাঁধে স্কচটেপ পেঁচিয়ে বোলিংয়ে নেমে নিয়েছেন ২ উইকেট। তাসকিনকে এবার প্রশংসায় ভাসালেন পেস দলের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

তাসকিনের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট না মন্তব্য করে তিনি বলেন, তাসকিন যেভাবে নিজেকে নিংড়ে দিয়েছে, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ওয়ানডে সিরিজে তাকে দেখে আমি খুব খুশি ছিলাম। যেভাবে সে বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছে! প্রথম টেস্টে কাঁধে একটু ব্যথা শুরু হয়। সময়ের সাথে সাথে ব্যথা তীব্র হচ্ছিল। দ্বিতীয় ইনিংসে টেপ পেঁচিয়ে বোলিং করেছে। এই অবস্থায়ও সে দেশের জন্য কিছু করতে প্রস্তুত ছিল।

‘সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে। তার মত একজন তরুণের সাথে কাজ করা অনেক আনন্দের। সে অনেক ভালো শ্রোতা, শিখতে চায়। তার মধ্যে ভালো একটা ইঞ্জিন আছে। এত ব্যথা সামলেও লড়াই করছিল। অনেক ব্যথা ছিল তার। দলের জন্য তার অনেক আন্তরিকতা আছে, তা দেখিয়েছে।’-যোগ করেন তিনি।

ডোনাল্ড বলেন, আমি মনে করি পেসাররা তাদের নিয়ে গর্ব করতে পারে। প্রত্যেক পেসার ভালো করেছে। দ্বিতীয় ইনিংসে বেশি ভালো করেছে। আমরা একটি টেস্ট ইউনিট হিসেবে বল করেছি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন