ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এসএ গেমসে সোনা জিতল বাংলদেশের বাঘিনীরা

নেপালে অনুষ্ঠিত এসএ গেমসে সোনা জয় করেছে বাংলদেশের নারী ক্রিকেট দল ।  ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে  ২ রানে হারিয়ে সোনা জয় করেছে বাংলাদেশ নারী দল।

গ্রুপ পর্বের প্রতিটি দলকে বেশ দাপটের সাথে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠে বাংলার বাঘিনীরা। তবে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে পূর্বের পারফরম্যান্স ধরে রাখতে পারেনি সালমারা। নির্ধারিত ২০ ওভারে  ৮ উইকেট হারিয়ে মাত্র ৯১ রান সংগ্রহ করে বাংলাদেশের বাঘিনীরা।

জবাবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৯ রান তুলতে সক্ষম হয়েছে । বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন খাদিজা ও ফাহিমা খাতুন, এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন জাহানারা-সালমা খাতুন ও নাহিদা আখতার।

আনন্দবাজার/এফআইবি

 

সংবাদটি শেয়ার করুন