ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আশরাফুলের ক্যারিয়ার সেরা ইনিংস

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরের শুরুতে তেমন রান ছিল না মোহাম্মদ আশরাফুলের ইসলামের ব্যাটে। কিন্তু মাঝপথে এসেই ঝড় তুলেছেন ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক আশরাফুল। আজ মঙ্গলবার রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান আশরাফুল। আশরাফুলের আজকের শতক ছোঁয়া ইনিংসটিতেই আসে তার লিস্টে এ ফরম্যাটে ক্যারিয়ার সেরা ইনিংস।

আজ মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়য়ন এবং রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। টস হেরে ব্যাট করতে নেমে আশরাফুলের অপরাজিত ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩০৯ রানের বিশাল স্কোর পায় ব্রাদার্স।

ম্যাচের ৩৯তম ওভারে নাসুম আহমেদের বল লং অফে পাঠিয়ে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি স্পর্শ করেন আশরাফুল। এটি তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১১তম শতক। শতকে পেীঁছতে ১০ বাউন্ডারি ও এক ছক্কা হাঁকান তিনি।।

ইনিংসের শেষ পর্যন্ত ১৩৯ বলে ১৪১ রান করে অপরাজিত ইনিংস খেলেন আশরাফুল। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে আশরাফুলের ক্যারিয়ার সেরা ইনিংস ছিল ১২৭ রানের। এবার সেটাকে আরও উচ্চতায় নিয়ে গেলেন তিনি।

অন্যদিকে ব্যাট হাতে ৬৮ রানের ইনিংস উপহার দেন মায়শুকুর রহমান। ৩৮ বলে ৩০ রানের ইনিংস খেলেন মিনহাজুল। এছাড়া শেষ দিকে ঝড় তোলেন চতুরঙ্গ। ৪ বাউন্ডারি এবং ৩টি ছয়ে মাত্র ২১ বলে হাফ সেঞ্চুরি করেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৩০৯ রানে থামে ব্রাদার্স।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন