প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে যেকোনো ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করলেন মাহমুদুল হাসান জয়। আজ ডারবান টেস্টের তৃতীয় দিন তার লড়াকু সেঞ্চুরিতে ভর করেই দুশ পেরিয়ে গেছে বাংলাদেশ। প্রতিবেদন লেখার সময় অতিথিদের সংগ্রহ ছিল ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান। জয় ১০০ এবং মেহেদী হাসান মিরাজ ১০ রানে ব্যাট করছিলেন।
১০১ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ দল। ষষ্ঠ উইকেটে জয় এবং লিটন দাস দৃঢ়তা দেখিয়ে ১৭১ বলে ৮২ রান যোগ করে দলকে নিরাপদে নেন। লিটন ৯২ বলে ৪১ রান করে লিজাড উইলিয়ামসের শিকার হয়ে ফেরেন। এরপর ইয়াসির আলীকে নিয়ে ৫৩ বলে ৩৩ রান সংগ্রহ করেন জয়। ব্যক্তিগত ২২ রানে রানআউটের শিকার হয়েছেন ইয়াসির।
তারপর মিরাজকে নিয়ে দলকে টানছিলেন জয়। এই পথে তিনি তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। এটি প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি। বুক চিতিয়ে লড়া জয় সেঞ্চুরি করেন ২৬৯ বল খেলে এবং সময় নেন ৩৬৩ মিনিট।
৫ উইকেটে ১৮৩ রান তুলে নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় অতিথিরা। তবে বিরতি থেকে ফেরার পরই আউট হয়ে যান লিটন। এতে বড় সংগ্রহের সম্ভাবনা কমে যায়। ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে গতকাল দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ দল। আজ সেখান থেকে ব্যাটিংয়ে নেমে দলীয় স্কোরে ৭ রান জমা না হতেই সাজঘরে ফেরেন তাসকিন আহমেদ (১)।
প্রথম ইনিংসে ৩৬৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
আনন্দবাজার/টি এস পি