ঢাকা | রবিবার
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাচে ফিরল বাংলাদেশ

শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নিয়ন্ত্রণহীন বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনে একটা উইকেটও পায়নি বাংলাদেশ। কিন্তু ৬ বলের ব্যবধানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে এসেছে বাংলাদেশ।

ঘাসের উপস্থিতি আছে ডারবানের উইকেটে। বেশ সুবিধা পান বোলাররাও। এমন মাঠে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মুমিনুল হক।

কিন্তু অধিনায়ক যে আশা নিয়ে সিদ্ধান্তটা নিয়েছিলেন প্রথম সেশনে বাংলাদেশের বোলাররা তা পূরণই করতে পারেননি। ভালো হয়নি দ্বিতীয় সেশনের শুরুটাও। প্রোটিয়াদের উদ্বোধনী জুটিতে রান উঠেছে ১১৩।

এরপরই জোড়া আঘাত করে বাংলাদেশ। দারুণ সেট আপ করে ডিন এলগারকে আউট করেন পেসার খালেদ আহমেদ। তার হঠাৎ লাফিয়ে ওঠা বলে হকচকিয়ে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন এই ওপেনার। ১০১ বলে ৬৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি।

এরপরের ওভারের প্রথম বলে মেহেদি হাসান মিরাজের করা অফ স্টাম্পের অনেক বাইরের বলে তাড়া করতে গিয়েছিলেন সারেল আরভিয়া। কিন্তু ব্যাটে বলে হয়নি ঠিকঠাক। ভেতরের কোণায় লেগে বল গিয়ে আঘাত হানে স্টাম্পে। ৬ বলের ব্যবধানে ২ উইকেট শিকার করে বাংলাদেশ ফিরে আসে লড়াইয়ে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন