ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আইপিএলকে ‘না’ বলায় তাসকিনকে পুরস্কার দেওয়া উচিত’

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। তাকে দলে নিতে চেয়েছিল টুর্নামেন্টের নতুন দল লখনৌ সুপার জায়ান্ট। তবে জাতীয় দলের খেলা থাকায় বোর্ডের সাথে কথা বলে, আইপিএলকে না করে দিয়েছেন তাসকিন।

এটি নিয়ে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে। কারও মতে সবার আগে দেশকে প্রাধান্য দিয়ে বড় কাজ করেছেন তাসকিন। আবার কারও কথা, আইপিএলে গেলে অনেক কিছু শিখতে পারতেন তাসকিন। তাই না করা ঠিক হয়নি। এর মধ্যে প্রথম দলে ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তাসকিন আইপিএলকে না করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়েছেন মাশরাফি। যেখানে তাসকিনের সিদ্ধান্ত যথাযথ বলার পাশাপাশি, সামনে আরও সুযোগ আসবে বলে মন্তব্য করেছেন তিনি।

এবার সংবাদ মাধ্যমের সাথে আলাপে মাশরাফি জানান, আইপিএলকে না বলে জাতীয় দলকে বেছে নেওয়ায় বোর্ডের উচিত তাসকিনকে পুরস্কৃত করা। এসময় ইংল্যান্ডের দুই তারকা পেসার জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডের প্রসঙ্গও আনেন মাশরাফি।

মাশরাফি জানান, অবশ্যই (পুরস্কার দেওয়া উচিত)। আপনি যদি (জেমস) অ্যান্ডারসন ও (স্টুয়ার্ট) ব্রডের দিকে তাকান, ইসিবি কিন্তু তাদেরকে সবসময় ক্ষতিপূরণ ঠিক না, তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়… যেহেতু তারা আইপিএল না খেলে দেশকে সার্ভিস দিচ্ছে তাদেরকে নুন্যতম পুরস্কার দেওয়া হয়।

এরকম পরিস্থিতিতে পুরস্কৃত করা হলে এর ইতিবাচক প্রভাব কী হতে পারে তা জানিয়ে মাশরাফি বলেন, তখন হয় কি ক্রিকেটারদের ভালো লাগা কাজ করে যে, না বোর্ড আমাদের বিষয়টা দেখছে। তখন আমরা টেস্ট ক্রিকেট কেন, যে কোনো ক্রিকেট খেলার জন্য প্রস্তুত।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন