ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সমীকরণের মারপ্যাঁচে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা

নেপালকে হারাতে পারলেও সমীকরণের মারপ্যাঁচে আটকে থাকবে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা। ভুটানের মত সহজ প্রতিপক্ষের কাছে হারার কারণে কঠিন এক সমীকরণের মুখোমুখি এখন বাংলাদেশ ফুটবল দল।

এসএ গেমসের নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপরীতে প্রত্যাশিত জয় না পাওয়ায় এবং পরের ম্যাচে মালদ্বীপের সাথে ড্র করায় ফাইনালে ওঠার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে এসেছিল বাংলাদেশের। তবে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারানোর পর একটা সম্ভাবনা তৈরী হয়েছে সাদ, জীবন আর জামাল ভূঁইয়াদের জন্য।

টুর্নামেন্টে ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভুটান। এদিকে ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে স্বাগতিক নেপাল রয়েছে দ্বিতীয় স্থানে।

এই অবস্থায় নেপালকে হারিয়েও বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-ভুটান আর মালদ্বীপ-নেপাল ম্যাচের দিকে। ম্যাচ দুটোতে নেপাল অথবা ভুটান হেরে গেলেই ফাইনালের পথ মসৃণ হয়ে যাবে বাংলাদেশের। আর ভুটান হেরে গেলে, নেপালকে হারাতে পারলেই সরাসরি ফাইনালে চলে যাবে বাংলাদেশ।

এদিকে ভুটান ড্র করলেও সম্ভাবনা থাকবে বাংলাদেশের জন্য, সেক্ষেত্রে নেপালকে হারতে হবে বাংলাদেশ এবং মালদ্বীপের বিপক্ষে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন