ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপ হকির মূলপর্বে বাংলাদেশ

এএইচএফ কাপ হকির সেমিফাইনালে কাজাখস্তানকে ৮-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেইসাথে আগামী মে মাসে হতে যাওয়া এশিয়া কাপে খেলার টিকেট কেটেছে লাল-সবুজের দল।

আজ শনিবার জাকার্তার জেবিকে ফিল্ডে হওয়া ম্যাচে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিকসহ চার গোল করেন আশরাফুল ইসলাম।

ম্যাচের সপ্তম মিনিটে আশরাফুল গোল করে বাংলাদেশকে প্রথম লিড এনে দেন। দুই মিনিট পর ফের গোলের দেখা পান আশরাফুল। ম্যাচের ৯ মিনিটে একই কম্বিনেশন থেকে দ্বিতীয় গোল এসেছে। আশরাফুল ইসলাম একইভাবে গোল করে দলকে এগিয়ে নেন।

তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন খোরশেদুর রহমান। ম্যাচের দশম মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে নিশানাভেদ করে তার হ্যাটট্রিক পূর্ণ করেন। পরের মিনিটে ফের পেনাল্টি কর্নার থেকে আশরাফুল নিজের গোলের হালি পূরণ করেন।

খোরশেদুর তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করলে ৬-০ দাঁড়ায় স্কোরলাইন। শেষ কোয়ার্টারের চতুর্থ মিনিটে রাসেল মাহমুদ জিমি এবং ষষ্ঠ মিনিটে সোহানুর রহমান সবুজ ফিল্ড গোল করেন।

খেলা শেষের পাঁচ মিনিট আগে কাজাখস্তানের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন আমান।

আগামীকাল রবিবার ওমানের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে ৩-২ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে উঠেছিল বাংলাদেশ দল।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন