ঢাকা | শুক্রবার
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মাশরাফিকে টপকে গেলেন সাকিব

ওয়ানডে ক্রিকেটে ম্যাচ বিবেচনায় সাকিব আল হাসান টপকে গেলেন মাশরাফি বিন মর্তুজাকে। গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। যেটি সাকিব আল হাসানের ক্যারিয়ারের ২১৯তম ওয়ানডে ম্যাচ ছিল।

ম্যাচসংখ্যায় বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার টপকে গেলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।

ওয়ানডে ক্যারিয়ারে দেশের হয়ে ২১৮টি ম্যাচ খেলেছেন মাশরাফি। কিন্তু ম্যাচসংখ্যায় সাকিব বাংলাদেশের ক্রিকেটে তিন নম্বরে আছেন।

দেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত ২৩১টি ম্যাচ খেলেছেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ২২৩টি ম্যাচ খেলেছেন তিনি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন