ঢাকা | মঙ্গলবার
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

উইন্ডিজকে পেছনে ফেলল বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে ক্যারিবিয়ানরা শাস্তি পেয়েছেন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে ওয়েস্ট ইন্ডিজের দুই পয়েন্ট কেটে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ক্যারিবিয়ানরা দুই পয়েন্ট হারানোর ফলে পয়েন্ট টেবিলে বাংলাদেশের নিচে নেমে গেছে তারা। মোট ১৪ পয়েন্ট এবং শতকরা ২৩.৩৩ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান এখন আট নম্বরে।

ক্যারিবিয়ানদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থাকলেও শতকরা পয়েন্টে (২৫.০০) এগিয়ে থাকায় সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া সবার ওপরে। শতকরা ৭৭.৭৭ তাদের পয়েন্ট। দ্বিতীয় স্থানে পাকিস্তান ও তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। এদিকে ভারত আছে টেবিলের চারে। পাঁচে রয়েছে শ্রীলংকা এবং ছয় নম্বরে আছে বর্তমান টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। এবং শতকরা ১১.৬৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছেন ইংলিশরা।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন