ঢাকা | শুক্রবার
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য ক্ষুধার্ত থাকি : ফাহিমা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে অভিষেক আসরে বাংলাদেশের প্রথম জয়ের পর ম্যাচসেরা ফাহিমা খাতুন সংবাদ সম্মেলনে বলেন, আমরা যখন পাকিস্তানের বিপক্ষে খেলি, রোমাঞ্চিত থাকি। জয়ের জন্য ক্ষুধার্ত থাকি। স্বাভাবিক খেলার জন্য নিজেরা আলোচনা করেছিলাম। পাকিস্তানের সঙ্গে আমাদের একটাই লক্ষ্য ছিল। আগের যে দুই ম্যাচ খেলেছি, তাতে ভালো ক্রিকেট খেলেছি। এই খেলাটায় স্বাভাবিক খেলব। কোচিংস্টাফরা যেটা করতে বলেছিল, সেটা পেরেছি।

এদিন ৩টি উইকেট নিয়েছেন এই টাইগ্রেস লেগ স্পিনার।

এর আগে ২০১৮ সালে টি-টুয়েন্টি এশিয়া কাপে পাকিস্তানকে হারানোর ম্যাচেও ম্যাচসেরা হয়েছিলেন ফাহিমা। এবার হ্যামিল্টনে আবারও হাতে উঠল সেরার ট্রফি। শুধু বাংলাদেশের নয়, পাকিস্তান যেন ফাহিমারও প্রিয় প্রতিপক্ষের নাম! পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ১২ বারের দেখায় ৬ বারই মিলেছে জয়। শেষ তিন ম্যাচে বিজয়ী দলটির নামও বাংলাদেশ।

ফাহিমা বলেন, পাকিস্তানের সঙ্গে সেই ম্যাচে সেরা হয়েছিলাম। আজও হয়েছি। এটা অনেক বড় পাওয়া। বাংলাদেশের (নারী দলের) এটি সবচেয়ে বড় জয়। পাকিস্তানের সঙ্গে জেতা আমাদের খুবই উৎসাহিত করে।

‘আমরা আলোচনায় বলেছিলাম, ২৫০ রান করতে পারলে জয় অনেক সহজ হবে। দুর্ভাগ্যবশত সেই স্কোর করতে পারিনি। তবে আমাদের বোলিং লাইনআপ আসলেই ভালো ছিল। পরিকল্পনা অনুযায়ী জায়গামতো বল ফেলতে পেরেছি। তাই সফল হতে পেরেছি। রানের চাপ থাকলে ওরাই আমাদের উইকেট দেবে। কারণ যখন বোলিংয়ে এসেছিলাম, ওদের প্রয়োজনীয় রানরেট সাড়ে ৬ থেকে ৭-এর মতো ছিল।’- যোগ করেন তিনি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন