আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। এর আগে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আর এই উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট পাওয়া যাবে শুক্রবার থেকে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন বুথ এবং মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে পাওয়া যাবে টিকেট। সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টিকেট কিনতে পারবে ভক্তরা। সর্বনিম্ন এক হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা বিপিএলের অনুষ্ঠানের টিকেটের দাম ধরা হয়েছে।
বিসিবি জানিয়েছে, ক্লাব হাউজের টিকেটের মূল্য এক হাজার টাকা। গ্রান্ড স্ট্যান্ডের টিকেট আড়াই হাজার টাকা। আর গ্রাউন্ড সিটিংয়ের বসে অনুষ্ঠান উপভোগ করতে হলে গুণতে হবে ১০ হাজার টাকা।
তবে দিন দুয়েক আগে ক্রিকেটপ্রেমীদের দুঃসংবাদ জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়ে ছিলেন, বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাবেন মাত্র ৫ হাজার সাধারণ দর্শক। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারির সামনে মঞ্চ বানোনোর জন্য কমে যাচ্ছে সাধারণ দর্শকদের জন্য বরাদ্দ টিকিট।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে মঞ্চে উপস্থিত থাকবেন বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বাংলাদেশের জেমস ও মমতাজের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করবেন বলিউডের সনু নিগম ও কৈলাশ খের।
আনন্দবাজার/এম.কে