ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাজস্থানের বোলিং কোচ মালিঙ্গা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরে রাজস্থান রয়্যালসের বোলিং কোচের দায়িত্ব পেলেন শ্রীলংকার সাাবেক পেসার লাসিথ মালিঙ্গা।

আইপিএলের সাথে মালিঙ্গার সন্ধি পুরানো। আইপিএল ক্যারিয়ারের পুরোটা জুড়েই মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছেন এই ক্রিকেটার। মুম্বাইয়ের হয়ে ১২২ ম্যাচে ১৭০ উইকেট নিয়েছেন তিনি। মুম্বাইয়ের হয়ে পাঁচবার আইপিএলের শিরোপাও জিতেছেন ডান হাতি এই পেশার।

গত মৌসুমে আইপিএলসহ সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় জানান মালিঙ্গা। এবং ওয়ানডে ও টেস্ট ছাড়ার পর গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক টি-২০ও ছাড়েন তিনি।

মালিঙ্গাকে প্রথমবারের মত রাজস্থানের বোলিং কোচ হিসেবে দেখা যাবে। রাজস্থান নিজেদের অফিসিয়াল টুইটার সেটি নিশ্চিত করেছে। মালিঙ্গার একটি ছবি দিয়ে ছবির ক্যাপশনে রাজস্থান লিখেছে, লাসিথ মালিঙ্গা, আইপিএল.পিঙ্ক।

এক বিবৃতিতে তারা জানায়, ট্রেন্ট বোল্ট-প্রসিধ কৃষ্ণা-নবদীপ সাইনিদের বোলিং কোচ হিসেবে মালিঙ্গাকে দেখা যাবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন