ঢাকা | মঙ্গলবার
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকা সফরে গেলো টাইগাররা

দক্ষিণ আফ্রিকার তিন ধাপে উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাংলাদেশের ক্রিকেটাররা। ইতোমধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে যাত্রাও শুরু করেছে। প্রথম ধাপে মোট আটজন সদস্য দেশ ছেড়েছেন ।

যাত্রার প্রথম ধাপের আটজনের মধ্যে রয়েছেন চারজন ক্রিকেট। এই চারজন ক্রিকেটার হলেন- নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, ইয়াসির আলি রাব্বি এবং এবাদত হোসেন। তাদের সঙ্গী চার সদস্যের মধ্যে ছিলেন- নির্বাচক হাবিবুল বাশার সুমন, টিম ম্যানেজার নাফিস ইকবাল, ফিজিও বায়েজিদ ইসলাম এবং টিম অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু।

আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টা নাগাদ দেশ ছাড়েন তারা। আজ রাতেই দ্বিতীয় ধাপে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্য দেশ ছাড়বেন আরও এক একাংশ। এরপর আগামীকাল শনিবার মুমিনুল হকের নেতৃত্বে তৃতীয় ধাপে দেশ ছাড়বেন স্কোয়াডের বাকি সদস্যরা।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ১৯ মার্চ। একদিন পর দ্বিতীয় ও ২৩শে মার্চ তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ৩১ মার্চ। এবং দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে আগামী ৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন