ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের কাছেও হারল বাংলাদেশ

ফের ওপেনিং জুটিতে ফিফটি পেরোলো বাংলাদেশ। এতে বড় সংগ্রহের আশা জাগলেও ২৭ ওভারের ম্যাচে দেড়শও করতে পারল না টিম টাইগ্রেস। বাংলাদেশের দেয়া ১৪১ রানের লক্ষ্য ৭ ওভার হাতে রেখে মাত্র ১ উইকেট হারিয়েই টপকে গেছে নিউজিল্যান্ড।

সুজি বেটস ৭৯ এবং অ্যামেলা কের ৪৭ রানে অপরাজিত থাকেন। এছাড়া অধিনায়ক সোফি ডেভিন ১৪ রান করে বোল্ড হন সালমা খাতুনের বলে।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। সালমা-রুমানাদের পরের ম্যাচ হ্যামিল্টনে হবে ১৪ মার্চ। প্রতিপক্ষ হলো পাকিস্তান।

বৃষ্টির কারণে প্রায় চার ঘণ্টা বিলম্ব হয় খেলা শুরু হতে। খেলার দৈর্ঘ্য কমে ২৭ ওভার হয়। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় কিউইরা।

ওপেনিংয়ে শামীমা সুলতানার সাথী হন ফারজানা হক পিংকি। ৯.২ ওভারে ৫৯ রানের জুটি আসে। শুরুর মতো ব্যাটিং করতে পারলে দেড়শ পেরোতে পারত বাংলাদেশ। তখন নিউজিল্যান্ডকে ফেলা যেতো চ্যালেঞ্জে।

৩৬ বলে চারটি চারে ৩৩ রান করে আউট হন শামীমা। অন্যদিকে আরেক ওপেনার ফারজানা ফিফটি পেরিয়ে হন রান আউট।

তিনে নামা টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা ১৩ বলে ১১ রান করেন। এছাড়া সোবহানা মোস্তারি ১৩ রান করেন ২১ বল খেলে।

নিউজিল্যান্ডের হয়ে অ্যামি স্যাটারওয়েট নেন তিনটি উইকেট। ফ্রেন্সেস ম্যাককে এবং হেয়লি জেনসেন একটি করে উইকেট নেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন