নারীদের ওয়ানডে বিশ্বকাপ চলছে নিউজিল্যান্ডে। আজ শনিবার হ্যামিল্টনে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ওই ম্যাচে শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়ান মেয়েরা। ইংল্যান্ডকে ১২ রানে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে অজি মেয়েরা।
অস্ট্রেলিয়া টসে হেরে আগে ব্যাটিং করে। এলিসি হিলি ২৮ রান করে সাজঘরে ফিরলেও অপর ওপেনার রাচায়েল হাইনেস সেঞ্চুরি হাঁকান। হাইনেসের ১৩০ এবং অধিনায়ক মেগ ল্যানিংয়ের অপরাজিত ৮৬ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ৩১০ রানের বড় সংগ্রহ পায় অজি নারী দল। ইংল্যান্ডের ন্যাতালি স্কিভার দুটি এবং ক্যাথেরিন ব্রুন্ট একটি উইকেট নেন।
৩১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৮ রান তুলতে সমর্থ হয়। ইংল্যান্ডের হয়ে মাত্র ৮৫ বলে ১০৯ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ন্যাতালি স্কিভার। এবং ট্যামি বেওমন্ট করেছেন ৭৪ রান। দলপতি হেথার নাইট ৪০ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে এলানা কিং ৩টি উইকেট শিকার করেন। এবং জেস জোনাসেন ও তাহলিয়া ম্যাকগ্রা দুটি করে উইকেট পান।
আনন্দবাজার/টি এস পি