ওয়ানডে বিশ্বকাপের আগে বুধবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ৭ রানে হেরেছে বাংলাদেশের
লিংকন গ্রিনে টস জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। বৃষ্টির কারণে নির্ধারিত ৪২ ওভারের ম্যাচে ৭ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান করেন আলিয়া রিয়াজ। বাংলাদেশের হয়ে ফারিহা তৃষ্ণা এবং রিতু মনি ৩টি করে উইকেট নেন।
বৃষ্টি আইনে ৪২ ওভারে ২০২ রানের টার্গেট পায় বাংলাদেশ দল। জবাবে ব্যাট করতে নেমে ২৯ রানের মধ্যে দুই উইকেট হারায় বাঘিনীরা। তিন নম্বরে নামা ফারজানা এবং অধিনায়ক নিগার সুলতানা ৪২ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন।
তারপর রুমানা আহমেদকে নিয়ে তৃতীয় উইকেটে ৪৯ রান যোগ করে দলকে খেলায় ফেরান ফারজানা। নিগার ১৫ এবং রুমানা ৩০ রান করেন। অনান্য ব্যাটাররা ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে রেখেছিলেন ফারজানা। এক পর্যায়ে হাফ সেঞ্চুরিও তুলে নেন এই ব্যাটার। কিন্তু ৩৭তম ওভারের তৃতীয় বলে দলীয় ১৭১ রানে প্যাভিলিয়নে ফিরেন ফারজানা।
৯৫ বল খরচ করে ৬টি চারে ৭১ রান করেন তিনি। ফারজানা আউট হবার পর বাংলাদেশকে জয়ের বন্দরে নিতে পারেনি শেষ দিকের ব্যাটাররা। ৪ বল বাকি থাকতে ১৯৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল।
এর আগে প্রথম প্রস্ততি ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০৯ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
আগামী শুক্রবার থেকে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে নারীদের ১২তম ওয়ানডে বিশ্বকাপ। এবং এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপে খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
গত শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
আনন্দবাজার/টি এস পি