ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নেপালকে ১০ উইকেটে উড়িয়ে দিল সালমারা

এসএ গেমসে ফেভারিটের তকমা নিয়ে খেলতে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৭ উইকেটে জয়ের ধারা ধরে রেখে, আজ বুধবার নেপালকে ১০ উইকেটে হারিয়ে স্বর্ণ জয়ের মিশনে আরও একধাপ এগিয়ে গেল টিম টাইগ্রেসরা। ফলে দুই ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে সালমারা।

নেপালের পোখারায় টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের মেয়েরা। জাহানারা-রাবেয়াদের বোলিং তোপে ১৯.২ ওভারে মাত্র ৫০ রানেই অলআউট হয় নেপাল।

বাংলাদেশ দলের বোলারদের মধ্যে চার ওভারে দুই মেডেন দিয়ে ৪ উইকেট নেন রাবেয়া খান। আর তিন ওভার বল করে এক মেডেন দিয়ে দুই উইকেট নেন জাহানারা আলম। এছাড়াও একটি করে উইকেট নেন সালমা খাতুন, নাহিদা আক্তার ও ফাহমিদা খাতুন।

জবাবে ৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার মুরশিদা খাতুন ও আয়শা রহমানের। মুরশিদা ২৪ বলে ২৩ ও আয়শা ২২ বলে ২৬ রানের দারুণ ব্যাটিংয়ে সহজেই জয় পায় বাংলাদেশ।

 

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন