সাউথ এশিয়ান গেমস (এসএ) ফুটবলের ফাইনালে ওঠা অনেকটাই কঠিন হয়ে গেলো বাংলাদেশের। ভুটানের কাছে হারের পর এবার মালদ্বীপের বিপক্ষে হোঁচট খেয়েছেন জেমি ডে’র শিষ্যরা। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে জামাল ভূঁইয়ারা।
ম্যাচের ৩০তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাংলাদেশ। রবিউলের লম্বা থ্রো ইন থেকে রাফির হেড গোলকিপার ফিরিয়ে দেয়। এরপর মালদ্বীপের অধিনায়ক আকরাম আব্দুল ঘানির গায়ে লেগে জালে জড়ায় বল।
আত্মঘাতী গোলে পিছিয়ে যাওয়ার পর গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠে মালদ্বীপ। তবে ৭০তম মিনিটে মাহুদ হোসাইনের নেওয়া শটে গোল পেয়ে সমতায় ফেরে মালদ্বীপ। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।
ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে রাউন্ড রবিন লিগের বাকি দুটি ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। আগামী বৃহস্পতিবার রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
আসরে দুই ম্যাচে একটি করে হার ও ড্রয়ে ১ পয়েন্ট বাংলাদেশের। নেপাল এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দুই ড্রয়ে মালদ্বীপের পয়েন্ট ২। বাংলাদেশের চেয়ে এক ম্যাচ কম খেলে শ্রীলঙ্কার পয়েন্ট ১।
আনন্দবাজারর/এ.কে