ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বড় জয়ে এসএ গেমসের যাত্রা শুরু নারী ক্রিকেট দলের

শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে এসএ গেমসে নিজেদের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। মঙ্গলবার নেপালের পোখারায় বড় ব্যবধানের এই জয় ছিনিয়ে এনেছে সালমা, আয়েশা, ফারজানারা। শ্রীলংকার বিপক্ষে এই জয় দিয়ে ‍স্বর্ণ জয়ের লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।

টসে জিতে বাংলাদেশ নারী দল বোলিং নিলে ব্যাট হাতে শ্রীলংকা ৬ উইকেট হারিয়ে তুলে নেয় ১২২ রান। ১২৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৯ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

লংকান ওপেনার উমেষা থিমাসিনি ৪৯ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৬ রান এবং অধিনায়ক হার্শিথা মাধবী করেন ৩০ বলে ৩৩ রান। ওপেনার আয়েশা ৩৫ বলে ২৯ রান করে বিদায় নেয়ার পর তিনে নামা সানজিদা খাতুন খেলেন অপরাজিত ৫১ রানের ইনিংস। সানজিদার সঙ্গে ফারজানা হক ২৩ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন।

এর আগে বল হাতে বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ৪ ওভারে ৩২ রান খরচ করে তুলে নেন ৪ উইকেট। অধিনায়ক সালমা খাতুন কোন উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৩ রান।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন