বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে শুরু হয়েছে ১২তম প্রতিরক্ষা সংলাপ। রাজধানী ঢাকার বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের মিলনায়তনে বুধবার (১০ ডিসেম্বর) শুরু হওয়া এই সংলাপ চলবে বৃহস্পতিবার পর্যন্ত । ২০১২ সাল থেকে প্রতি বছর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়ে আসছে। দুই দেশের পারস্পরিক সামরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইএসপিআর জানিয়েছে, সংলাপে উভয় দেশের মধ্যে সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচনা করা হবে। এর মধ্যে রয়েছে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা প্রযুক্তি, সামরিক সরঞ্জাম, দুর্যোগ মোকাবিলা, শান্তি রক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ অনুশীলন ও মহড়া এবং কর্মশালা।
বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী, যিনি সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল সারাহ রুস।
সংলাপে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নিচ্ছেন। দুই দিনের এই বৈঠকের মাধ্যমে দুই দেশের সামরিক সম্পর্ক আরও উন্নত হবে এবং পারস্পরিক আস্থা ও বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।




