ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

৩ ডিসেম্বর বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ও আইনজীবী মো. ইয়ারুল ইসলাম রিটটি দায়ের করেছিলেন। আজ সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় আবেদনটি  উপস্থাপন করলে আদালত মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন ।

তবে বিকেল চারটার দিকে মো. ইয়ারুল ইসলাম আবার আদালতে এসে রিটটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, তিনি আর রিটটি উপস্থাপন করতে চান না। আদালতের বেঞ্চ, উত্থাপিত হয়নি বিবেচনায় রিটটি খারিজ করে দেন।

রাষ্ট্রপক্ষের হয়ে আদালতে উপস্থিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান। তিনি জানান, আবেদনকারী নিজেই রিটটি নিয়ে না এগোনোর সিদ্ধান্ত দেওয়ায় আদালত খারিজের আদেশ দিয়েছেন।

এদিকে রিটকারী আইনজীবী মো. ইয়ারুল ইসলাম বলেন, দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে এবং প্রস্তুতিও চলছে। এরকম সময়, এমন রিটের জন্য উপযোগী নয় বলে মতামত দেন আদালত। তাই বৃহত্তর স্বার্থে তিনি উত্থাপন না করা (নট প্রেস) অনুরোধ করেন, যার ভিত্তিতে রিটটি খারিজ হয়।

অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় নির্বাচন ও সংবিধান সংশোধন-সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ১৫ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার প্রস্তুতিও নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন