ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় দিবস নিরাপদে উদযাপনের লক্ষে সতর্ক থাকবে ডিএমপি

আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) এবং মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উদযাপনের আগে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দিয়েছে। দিবস দুটি সুষ্ঠুভাবে উদযাপনের জন্য আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে সমন্বয় সভা সোমবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে।

সভায় ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ আসন্ন দিবসগুলোর জন্য তৈরি করা নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। তিনি পাওয়ার পয়েন্টে পুলিশ এবং সংশ্লিষ্ট সংস্থার দায়িত্ব ও কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।

সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ওয়াসা, ফায়ার সার্ভিসসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তারা নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য মূল্যবান মতামত দেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বলেন, “সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জনবল মোতায়েনে কোনো শিথিলতা করা যাবে না। দিবস দুটি নিরাপদভাবে উদযাপনের জন্য সকল সংস্থার মধ্যে সমন্বয় রাখতে হবে।”

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা ভুয়া খবর ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে দেওয়া যাবে না। প্রত্যেকে নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে এই দিবসগুলো নির্বিঘ্নে উদযাপিত হবে।”

সংবাদটি শেয়ার করুন