ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

`আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন খালেদা জিয়া’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করেছেন সাধারণ মানুষের জন্য। তিনি আরও বলেন, যারা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করে, তারা শেষ পর্যন্ত পলায়ন করে, যা গত বছরের ৫ আগস্ট ঘটেছিল।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে, বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত দোয়া মাহফিলের আগে মঈন খান এ মন্তব্য করেন।

ড. মঈন খান এসময় বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকারও হয়েছেন খালেদা জিয়া। আইন মেনে মিথ্যা মামলার মুখোমুখি হয়ে কারাবরণ করা সত্ত্বেও তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছেন। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তার এই অবদান জাতিকে গর্বিত করেছে।

এদিকে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল আজ বুধবার ঢাকায় পৌঁছেছেন।

এদিন সকাল সোয়া ৯টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় সাবেক সচিব মো. আব্দুল খালেক ও মুঞ্জুর মোর্শেদ চৌধুরী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ইতোমধ্যেই তিনি খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে স্বাগত জানান।

উল্লেখ্য, খালেদা জিয়ার চিকিৎসার জন্য আজ বিকেলে চীন থেকে আরও চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছাবেন। বিষয়টি বুধবার (৩ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন