ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে কারও নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে বর্তমানে কারও নিরাপত্তা নিয়ে কোনও ধরনের ঝুঁকি বা উদ্বেগের কারণ নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

বাংলাদেশে ফিরে এলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “বাংলাদেশে কারও জন্যই কোনও নিরাপত্তা সংকট নেই। সবার সুরক্ষা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত।”

সংবাদটি শেয়ার করুন