ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বালিগ্রামে সাপের কামড়ে লিমি আক্তার(১৭) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর)রাতে এ ঘটনা ঘটে।
লিমি আক্তার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বালিগ্রামের আনোয়ার ঘরামির মেয়ে।তিনি ওই এলাকার একটি মাদ্রাসায় হেফজ খানা বিভাগে হাফেজি পড়াশোনা করতো।
নিহতের চাচী বলেন, ঘরের মধ্যে তিনজনে একসাথে একজায়গায় বসে মোবাইল দেখতেছিলো হঠাৎ করে লিমি বলে আমার পা কেমন জানি পোড়ায় পোড়ায়,আমরা গিয়ে দেখি পায়ে দুইটা কামড়ের দাগ পা দিয়ে রক্ত পড়তেছে এই আমরা বুঝি যে সাপে কামড় দিছে পরে হাসপাতালে নিয়ে আসি কিছুক্ষণ পরেই মারা যায়।
চাচাতো ভাই বলেন, ওরা তিনজনে গল্প করতেছিলো আমি পাশেই ছিলাম হঠাৎ ঘরে চিল্লাচিল্লি শুনে ঘরে গিয়ে দেখি লিমির পা দিয়ে রক্ত পরতেছে,রক্ত পরতে দেখে আমি বুঝছি সাপে কামড় দিছে,পরে আমি চার হাতপা বাধছি,পরে হাসপাতালে নিয়ে আসতে আসতে রাস্তায় কয়েকবার বমি করছে,পরে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরেই মারা যায়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এহতেসামুল ইসলাম জানান, হাসপাতাল থেকে সাপে কারড়ের সংবাদ শুনে হাসপাতালে গেলে নিহতের আত্মীয় স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যায়।
বালিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন,বিষয়টি আমি শুনেছি।




