ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী প্রচারণার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমর্থকদের কাছে সাহায্যের আবেদন জানান। সোমবার (৫ জানুয়ারি) তিনি একটি ভিডিও বার্তা প্রকাশ করেন, যা পোস্ট হওয়ার মাত্র ২৫ ঘণ্টার মধ্যে প্রায় ২২ লাখ টাকা অনুদান হিসেবে জমা পড়ে।
সোমবার রাত ১১টার পর লাইভে এসে ব্যারিস্টার ফুয়াদ অনুদানের হিসাব প্রকাশ করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, দুইটি বিকাশ অ্যাকাউন্টে জমা হয়েছে ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা, একটি নগদ অ্যাকাউন্টে এসেছে ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা, এবং ব্যাংক হিসাবেও রয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা। এছাড়া, তার কার্যালয়ে এসে একজন সাংবাদিক ২ হাজার টাকা প্রদান করেছেন। সব মিলিয়ে গত ২৫ ঘণ্টায় সমর্থক ও শুভানুধ্যায়ীদের মাধ্যমে নির্বাচনী তহবিলে জমা হয়েছে ২১ লাখ ৯৪ হাজার টাকার বেশি।
লাইভে ব্যারিস্টার ফুয়াদ সতর্ক করেছেন, অনেকে তার ভিডিও কপি করে ফেক পেজ থেকে প্রতারণার চেষ্টা করছে, বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে অর্থ আদায়ের চেষ্টা করছে। তিনি অনুদান প্রদানে ইচ্ছুকদের নির্দেশ দিয়েছেন, অর্থ শুধুমাত্র তার ফেসবুক পেজ অথবা ব্যক্তিগত আইডিতে দেওয়া নম্বরে পাঠানো উচিত, অন্য কোনো মাধ্যমে নয়।




