ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

লাঙ্গলের ফলায় বিজয়ের ফসল

কুড়িগ্রাম- ১ আসনে নানান নাটকীয়তা দলাদলি উৎকন্ঠা ও সংশয় উৎরে অবশেষে বিজয়ের ফসল ফলিয়ে ঘরে তুলেছে মোস্তাকের লাঙ্গল। এ আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে ৫ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর প্রার্থীতা প্রত্যাহার করার পর থেকেই আসনটিতে দৃশ্যত নাটকীয়তা ও আওয়ামী দলাদলির জন্ম হয়।

নির্বাচনী মাঠে প্রকাশ্য লীগে বিভক্তি সাধারণ ভোটারদের মাঝে উদ্দেগ উৎকন্ঠার সৃষ্টি করে। গোলাপ ফুল মার্কায় আছলাম গ্রুপের প্রচারণা অন্যদিকে আওয়ামীলীগের বৃহত অংশ লাঙ্গলকে সমর্থন দেয়ায় জয় পরাজয়ের দুপক্ষই ছিল সংকিত। আর দলীয় ভোটাররা হয়েছিল দ্বিধাগ্রস্ত।

দুটি উপজেলা নিয়ে গঠিত ২৫ কুড়িগ্রাম- ১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ১ শত ৬৭ জন। তবে এবারের নির্বাচনে আসনটিতে ভোটাধিকার প্রয়োগ করেছে মোট ১ লাখ ৫৩ হাজার ৬ শত ৭৭ জন ভোটার। শতকরা হিসেবে এখানে ভোট প্রদানের হার ২৯ দশমিক ০৪। যা গত নির্বাচনের তুলনায় অনেক কম।

আসনটিতে এ কে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক জাপার লাঙ্গল প্রতীক নিয়ে ৮৮ হাজার ৪ শত ৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাকের পার্টির আব্দুল হাই গোলাপ ফুলে পেয়েছেন ৬১ হাজার ১ শত ২৩ ভোট। এনপিপির আম মার্কা পেয়েছে ১ হাজার ১ শত ৬৩, বাংলাদেশ তরিকত ফেডারেশন ফুলের মালা ১ হাজার ৭৯ আর বাংলাদেশ সুপ্রীম পার্টির একতারা প্রতীক পেয়েছে ১ শত ৬৬ ভোট।
লাঙ্গলের এই বিজয়কে গণমানুষের বিজয় বলে অভিহিত করেছেন বিজয়ী প্রার্থী মোস্তাক।

সংবাদটি শেয়ার করুন