শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
সীতাকুণ্ডে পুলিশ নিহতের ঘটনায় ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ' লিখে পোস্ট

যুবদল নেতা গ্রেপ্তার

যুবদল-নেতা-গ্রেপ্তার

‘আলহামদুলিল্লাহ’, সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ… জয় বাংলা’ লিখে ফেসবুকে পোস্ট করায় মো. বাপ্পি (৩০) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তথ্য ও প্রযুক্তি আইনে পুলিশের দায়ের করা মামলায় গত মঙ্গলবার রাত আড়াইটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারীতল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাইছড়ি ইউনিয়নের গামারীতল এলাকার শামসুল আলমের পুত্র ও সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, গত রোববার দুপুরে ফকিরহাট রেলক্রসিং এলাকায় পুলিশবাহী ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত ও এক ইউপি সদস্যসহ দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার পর সারাদেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা ও সমবেদনার ছবি পোস্ট করেন। কিন্তু ওই যুবদল নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আইডি থেকে ‘আলহামদুলিল্লাহ, সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ জয় বাংলা’ লিখে পোস্ট করেন। ওই পোস্টে কেউ কেউ তার সঙ্গে সুর মিলালেও অনেকেই ধিক্কার জানানোর পাশাপাশি তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সীতাকুণ্ড থানার এসআই আব্দুল্লাহ আল নোমান বাদী হয়ে তথ্য ও প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। পরে ওই যুবদল নেতার ফেসবুক আইডির যাবতীয় তথ্য, উপাত্ত সংগ্রহের পর মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, গ্রেপ্তার ওই যুবদল নেতা ৪০ মামলার আসামি কারাবন্দী বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারী। তাকে তথ্য প্রযুক্তির আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি ।

আরও পড়ুনঃ  করারোপে তামাকের দাম বৃদ্ধির দাবি

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন