মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকে উত্থান কমেছে দর

সূচকে উত্থান কমেছে দর
  • মিশ্রাবস্থায় পুঁজিবাজারে লেনদেন সেরা ওরিয়ন ফার্মা
  • ডিএসইতে কমলেও বেড়েছে সিএসইতে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল মঙ্গলবার সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। উভয় স্টকের বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে এদিন ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে।

সরকারের নতুন সময় সূচির প্রথম কার্যদিবস গত ২৪ আগস্ট পতন হয়েছিল। যা আগের টানা ছয় কার্যদিবস উত্থানের পর এই মন্দা। পতন পরের গত দুই কার্যদিবস (বৃহস্পতিবার ও রবিবার) ধরে উত্থানে রয়েছিল পুঁজিবাজার। এসময় লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছিলো। পরের দিন সোমবার লেনদেনে কিছুটা ভাটা পড়ে। সেই অবস্থান থেকে পরের দুই কার্যদিবস লেনদেন বাড়ে। এর মধ্যে গত বুধবার লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়ায়। সেখান থেকে কমে গত বৃহস্পতিবার লেনদেন ১৯শ কোটি টাকায় অবস্থান করে।

গত রবিবার লেনদেন ২৩শ কোটি টাকায় ওঠেছিল। গত সোমবার লেনদেন ১৪শ কোটি টাকায় চলে এসেছিল। এরপরই গতকাল লেনদেন ১৩শ কোটি টাকার ঘরে অবস্থান করেছে। এদিন শেয়ারে ক্রেতার চেয়ে বিক্রেতার চাপ বেশি ছিল। বিক্রয়ের চাপে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩১৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ১ হাজার ৪০০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭০ দশমিক ৯৯ পয়েন্টে। এছাড়া এদিন ডিএসই-৩০ সূচক ২০ দশমিক ৬৬ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১৪ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৩০৬ দশমিক ৪৬ পয়েন্ট এবং ১ হাজার ৪১৮ দশমিক ৮২ পয়েন্টে।

আরও পড়ুনঃ  করোনায় প্রাণ গেলো ৪ জনের

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৭টি এবং কমেছে ১৪৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ৯৪টির। এদিন ডিএসইতে ওরিয়ন ফার্মার শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। ওরিয়ন ফার্মা ৭৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ৭৫ কোটি ৪৮ লাখ টাকা, জেএমআই হসপিটাল ৪৮ কোটি ৭৩ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৪৬ কোটি ৩৬ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ৪২ কোটি ৮০ লাখ টাকা, নাহি এ্যালুমিনিয়াম ৩৩ কোটি ১৮ লাখ টাকা, বাংলাদেশ সাবমেরিন কেবলস ৩০ কোটি ১৭ লাখ টাকা, লার্ফাজ-হোল্ডসিম ২৯ কোটি ৯২ লাখ টাকা, বসুন্ধরা পেপার ২৯ কোটি ৫১ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশন ২৮ কোটি ৬১ লাখ টাকা টাকার শেয়ার কেনাবেচা হয়।

অপরদিকে সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৩০ কোটি ৪৭ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস সোমবার ২২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সিএসইতে লেনদেন হওয়া ২৬১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৫টি, কমেছে ১২১টি এবং পরিবর্তন হয়নি ৪৫টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৮৪ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৮৮ দশমিক ৮৬ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ৮ দশমিক শূন্য ৯ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৫১ দশমিক শূন্য ৯ পয়েন্ট এবং সিএসআই সূচক ১৩ দশমিক শূন্য ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৭৫ দশমিক ৬৩ পয়েন্ট, ১১ হাজার ৩৮১ দশমিক ৪৩ পয়েন্টে এবং ১ হাজার ২১৯ দশমিক ৮৪ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৮ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৬৯ দশমিক শূন্য ২ পয়েন্টে।

আরও পড়ুনঃ  কার ক্ষতি কার লাভ

সিএসইতে ওরিয়ন ফার্মার শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন ওরিয়ন ফার্মা ৫ কোটি ১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্স ইনফোসিস ১ কোটি ৬৯ লাখ টাকা, বেক্সিমকো ১ কোটি ৩১ লাখ টাকা, জেএমআই হসপিটাল ৯৬ লাখ টাকা, নাহি এ্যালুমিনিয়াম ৯৬ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকস ৯৬ লাখ টাকা, স্কয়ার ফার্মা ৭৭ লাখ টাকা, জিএসপি ফাইন্যান্স ৬৩ লাখ টাকা, ইন্ডো-বাংলা ফার্মা ৬২ লাখ টাকা এবং পেনিনসূলা ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন