ঢাকা | মঙ্গলবার
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে উপহারের ঘর পাচ্ছে ১৬৯ পরিবার

শেরপুরে উপহারের ঘর পাচ্ছে ১৬৯ পরিবার

আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় শেরপুরে আরও ১৬৯ গৃহহীন ও ভূমিহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। গত মঙ্গলবার এসব ঘরের নির্মাণকাজ পরিদর্শন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। তিনি সদর উপজেলার চরমুচারিয়া, চরপক্ষীমারীর কলুরচর ও পাকুড়িয়া এলাকায় নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেন।

এ সময় ঘরের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ও মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি উপকারভোগীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ-খবর নেন।

ঘরের নির্মাণকাজ পরিদর্শনকালে শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ পারভীন, সহকারী কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন