ঢাকা | রবিবার
২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিশুর প্রতি সহিংসতা বাড়ছে

শিশুর প্রতি সহিংসতা বাড়ছে
  • দেশে ৬ কোটি ৩০ লাখ শিশু
  • সামাজিক ব্যাধি বাল্যবিবাহ-শিশুশ্রম

কোভিড-১৯ মহামারির কারণে শিশু পাচার ও শিশুদের প্রতি যৌন নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষায় স্থানীয় সরকারের কমিটি ও প্রসাশনিক ব্যবস্থার  প্রয়োগ ও চ্যালেঞ্জ শীর্ষকসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ এবং ইনসিডিল বাংলাদেশের আয়োজনে ও টেরে ডেস হোমস নেদারল্যান্ডস সহযোগিতায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাট করেন ইনসিডিল বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার (ঢাকা) রফিকুল ইসলাম খান (আলম) ও উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদুজ্জামান।

বক্তারা বলেন, ২০২১ সালের আদম শুমারি অনুযায়ী দেশের জনগোষ্টির শতকরা ৪৫ জন শিশু যাদের বয়স ১৮ বছরের নিচে। এ হিসাব অনুয়ায়ী দেশের শিশুর সংখ্যা আনুমানিক ৬ কোটি ৩০ লাখ। এর মধ্যে শতকরা ২৭ ভাগ শহরে ও ৭৩ ভাগ গ্রামে বাস করে। প্রতিদিন অনেক শিশু পরিবারে, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সমাজের বিভিন্ন স্থানে দৈহিক ও মানসিক সহিংসতা, বাল্যবিবাহ ও পাচারের শিকার হচ্ছেন। বাংলাদেশে ২০১১ সালের শিশু নিতিমালায় শিশুদের মৌলিক মানবাধিকারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা হয়েছে। সরকারি নীতি ও আইন থাকা সত্বেও বাংলাদেশে শিশুবিবাহ, শিশুশ্রম, যৌননির্যাতন, শিশু পাচার একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা এর প্রতিকার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদটি শেয়ার করুন