ঢাকা | বুধবার
২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবিতে শুরু হচ্ছে সশরীরে ক্লাস

ঢাবিতে শুরু হচ্ছে সশরীরে ক্লাস
  • শ্রেণি কার্যক্রম ২২ ফেব্রুয়ারি  

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২২ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরু হবে ১ম বর্ষের একাডেমিক কার্যক্রম। গতকাল শুক্রবার ঢাবির জনসংযোগ দফতর থেকে এক বিজ্ঞাপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তিকৃত ১ম বর্ষ (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ২২ ফেব্রুয়ারী ২০২২ মঙ্গলবার থেকে পুনরায় শুরু হবে। এছাড়া, পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে।

জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম দৈনিক আনন্দবাজার কে জানান, প্রথম বর্ষের শিক্ষার্থীরা দুই একটা ক্লাশ করার কারণে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অন্যান্য বর্ষের শশরীরে ক্লাশ শুরুর কথা জানতে চাইলে তিনি বলেন, কিছু  বিভাগে ক্লাশ ও পরীক্ষা চলমান। তবে এটা পুরোটাই শিক্ষক ও শিক্ষার্থীদের সমঝোতার উপর নির্ভর করছে। সার্বিকভাবে সিদ্ধান্তের জন্য সরকারি নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম  জানিয়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন