২০২১-২২ মৌসুমে এখন পর্যন্ত ৩ কোটি ৯২ লাখ টন খাদ্যশস্য রফতানি করেছে ইউক্রেন। গত মৌসুমের একই সময়ের তুলনায় দেশটির রফতানি বেড়েছে ৩২ দশমিক ৮ শতাংশ। সম্প্রতি এ তথ্য জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশ্বজুড়ে যখন খাদ্যশস্যের সরবরাহ সংকট চলছে তখন ইউক্রেনে উৎপাদন বাড়ছে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্ববাজারে নিজেদের অবস্থান সম্প্রসারণে কাজ করছে ইউক্রেন। কিন্তু রাশিয়ার সাথে চলমান বিবাদের কারণে দেশটির খাদ্যশস্য রফতানি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
মোট খাদ্যশস্যের মধ্যে ১ কোটি ৭২ লাখ টন গম, ৫৫ লাখ টন যব এবং ১ কোটি ৬১ লাখ টন ভুট্টা রফতানি করা হয়। দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, বিদায়ী বছর ইউক্রেনে খাদ্যশস্য উৎপাদন আশাতীত বেড়েছে। এর আগে ২০২০ সালে উৎপাদন ছিল ৬ কোটি ৫০ লাখ টন। তবে এর পরের বছর ২০২১ সালে তা বেড়ে ৮ কোটি ৪০ লাখ টনে উন্নীত হয়।
ইউক্রেনের কৃষি মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুসারে, ২০২১-২২ মৌসুমে মোট গম রফতানি ২ কোটি ৫৩ লাখ, ৩ কোটি ৩৮ লাখ টন ভুট্টা এবং ৫৫ লাখ টন যব রফতানি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত মৌসুমে ইউক্রেন ২ কোটি ৩১ লাখ টন ভুট্টা, ১ কোটি ৬৬ লাখ টন গম এবং ৪২ লাখ টন যব রফতানি করেছিল।
আনন্দবাজার/টি এস পি