ঢাকা | সোমবার
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

গরু চুরির অভিযোগে গণপিটুনিতে বৃদ্ধ নিহত

গরু চুরির অভিযোগে গণপিটুনিতে বৃদ্ধ নিহত

নীলফামারীর ডিমলায় গরু চুরির অভিযোগে মোহাম্মদ আলী (৫৯) নামে এক ব্যক্তিতে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের কাস্টমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী বালাপাড়া ইউনিয়নের কাস্টমপাড়া গ্রামের মৃত জিয়ার আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে একই গ্রামের জিয়ারুলের বাড়ি থেকে একটি গরু চুরি করার সময় প্রতিবেশীরা বুঝতে পেয়ে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে গরু চোরের দলের কয়েকজন সদস্য পালিয়ে যাওয়ার সময় মোহাম্মদ আলী জনতার হাতে আটক হয়ে গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে রাতেই ডিমলা থানা পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পাগলাপীর নামক স্থানে তার মৃত্যু হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে ডিমলা থানায় আনা হয়েছে। এ ব্যাপারে এ পর্যন্ত কোনো  লিখিত অভিযোগ পাইনি। তবে সকল আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন