ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ

অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)’র সেবা ও সরবরাহ উইংয়ের আয়োজনে ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও সেবা প্রদান প্রতিশ্রুতি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের ৮০ জন বিজ্ঞানী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। সকালে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। সভাপতিত্ব করেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান।

প্রশিক্ষণ কর্মশালায় অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত নির্দেশিকা-২০১৫ (পরিমার্জিত-২০১৮)-এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবদুর রাজ্জাক এবং সিনিয়র সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাহমুদুল হাসান।

সংবাদটি শেয়ার করুন