ঢাকা | বুধবার
২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জলাবদ্ধতায় ২‘শ বিঘার ইরি-বোরো

জলাবদ্ধতায় ২‘শ বিঘার ইরি-বোরো

অসময়ের বৃষ্টি

ঘনকুয়াশা ও তীব্র শীতের মধ্যেই দিনাজপুরের পার্বতীপুরে টানা বৃষ্টি হয়েছে। মাঘের শেষের বৃষ্টিতে বোরো বীজতলা এবং সদ্যরোপণ করা বোরোক্ষেতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা তিনদিনের ভারি বৃষ্টিপাতে সদ্যরোপণ করা ইরি-বোরো ধানের চারা তলিয়ে পচে যাচ্ছে। পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দেউল, কৃষ্ণপুর, কুমারপাড়া, তাজনগর, খোড়াখাই পঞ্চরতনের পাথার এলাকায়। পানি জমে থাকায় ধানের চারা পচে যাওয়ার উপক্রম হয়েছে। এতে কৃষকেরা পড়েছেন বিপাকে পড়েছেন। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে পার্বতীপুর উপজেলার ১০ ইউনিয়নে ২২ হাজার ৫৭০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ হেক্টর জমিতে বেশি বোরো ধান চাষ করা হয়েছে। এখন পর্যন্ত কৃষকেরা জমি তৈরি ও চারা রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

মন্মথপুর ইউনিয়নের দেউল গ্রামের কৃষক বাছেদ আলী মাষ্টার জানান, টানাবৃষ্টির কারণে তার সাড়ে ১০ বিঘা জমির সদ্যরোপনকৃত চারাগাছ পানিতে তলিয়ে গেছে। কয়েকদিনের জলাবদ্ধতায় চারাগাছে পচন ধরেছে। মাত্র ৮ দিন আগে জমিতে বোরো ধানের চারা রোপণ করেছি। চারা ও শ্রমিক খরচসহ প্রতিবিঘা জমিতে ৪ হাজার টাকা খরচ হয়েছে।  তবে কয়েক দিনের টানা বৃষ্টিতে সেই জমি হাঁটু পানিতে ডুবে গেছে।

মন্মথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ বলেন, আমার ইউনিয়নে অন্যবছরের তুলনায় এ বছর বেশি জমিতে বোরো চাষ হয়েছে। তবে গত কয়েক দিনের বৃষ্টির কারণে পঞ্চরতনের পাথারের সদ্যরোপনকৃত ধানের চারা ডুবে নষ্ট হয়ে যাচ্ছে। আমি কৃষি কর্মকর্তাকে বলেছি। জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না গেলে ক্ষেতের ফসল রক্ষা করা সম্ভব হবে না। 

এ বিষয়ে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ, পার্বতীপুর জোনের সরকারি প্রকৌশলী বাসুদেব দে বলেন, ওখানে পানি নিষ্কাশনের যে নালা রয়েছে, ওই নালা আমাদের নয়। আমি গত মঙ্গলবার সরেজমিনে এলাকাটি পরিদর্শন করেছি। জলাবদ্বতা দূর করতে পানি নিষ্কাশনের ব্যবস্থা ও নালাটি সংস্কার বা পূণঃখনন করা প্রয়োজন।   

পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুজ্জামান বলেন, পঞ্চরতনের পাথারের পানি নিষ্কাশন নালা সংস্কারের অভাবে বন্ধ হয়ে যাওয়ায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন