ঢাকা | রবিবার
২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভূমধ্যসাগরে নিহতদের মৃতদেহ দেশে আনা হচ্ছে

উরোপে অভিবাসনের প্রত্যাশায় নৌকায় করে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহত সাত বাংলাদেশির মৃতদেহ ফেরত আনা হচ্ছে।

ইউরোপে অভিবাসনের প্রত্যাশায় নৌকায় করে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহত সাত বাংলাদেশির মৃতদেহ ফেরত আনা হচ্ছে।

গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ও ১৪ ফেব্রুয়ারি দুই ব্যক্তির মৃতদেহ দেশে ফেরত পাঠানোর জন্য বুকিং দেওয়া হয়েছে। আর বাকিদের মৃতদেহও শিগগিরই আনা হবে।

গত ২৫ জানুয়ারি ভূমধ্যসাগরে ‘দীর্ঘ সময় তীব্র ঠাণ্ডায় থাকার ফলে হাইপোথার্মিয়া’য় সাত বাংলাদেশির মৃত্যু হয়। দূতাবাসের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন- ইমরান হোসেন (মাদারীপুর), জয় তালুকদার (মাদারীপুর), সাফায়েত (মাদারীপুর), জহিরুল (মাদারীপুর), কামরুল হাসান বাপ্পী (মাদারীপুর), সাজ্জাদ (সুনামগঞ্জ) এবং সাইফুল (কিশোরঞ্জ)।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন