ঢাকা | মঙ্গলবার
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিগগির হচ্ছে ঢাকা-লুক্সেমবুর্গ বিমান পরিষেবা চুক্তি

শিগগির হচ্ছে ঢাকা-লুক্সেমবুর্গ বিমান পরিষেবা চুক্তি

ঢাকা ও লুক্সেমবুর্গের মধ্যে শিগগিরই বিমান পরিষেবা চালু হবে। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো বিস্তৃতে সম্মত হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেল।

উভয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সদিচ্ছা প্রকাশ করেন। এ সময় অভিন্ন উদ্বেগের বিষয় সংশ্লিষ্ট জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা করেন তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবকাঠামো, পানি শোধন, নগর উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে লুক্সেমবার্গের জলবায়ু-স্মার্ট বিনিয়োগকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। শুরুতে নেতৃদ্বয় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে এবং সর্বত্র বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বজায় রাখায় অভিনন্দন জানান।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন