ঢাকা | শনিবার
১৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

লিবিয়ায় আমিরাতের ড্রোন হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১

লিবিয়ায় সংযুক্ত আরব আমিরাতের ড্রোন থেকে বোমা হামলায় ৯ শিশু ও ২ নারী নিহত হয়েছেন। ওই নারীদের মধ্যে একজন ছিলেন অন্তঃসত্ত্বা। খলিফা হাফতারের প্রশাসনকে সমর্থন দিতে এই হামলা চালানো হয়।

রোববার (০১ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় বার্তা সংস্থার বরাতে তুরস্কভিত্তিক ডেইলি সাবাহ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা সাবাহর তথ্যানুসারে,মারজুক হাসপাতালে ৯টি শিশু ও দুই নারীর মরদেহ গ্রহণ করা হয়েছে। নিহত নারীদের একজন ছিলেন অন্তঃসত্ত্বা। খলিফা হাফতারের সমর্থনে সংযুক্ত আরব আমিরাত লিবিয়ার মারজুক শহরে এ হামলা চালায়।

খলিফা হাফতারের সমর্থনে সংযুক্ত আরব আমিরাত অব্যাহতভাবে লিবিয়ায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে দেশটির সরকার। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে আমিরাত।

এ বছরের এপ্রিলে ইস্টার্ন লিবিয়ান ফোর্সের নেতা খলিফা হাফতার ত্রিপোলি দখলে অভিযান পরিচালনা করেছিলেন। সেসময় তার ত্রিপোলি দখলের স্বপ্ন পূরণ না হলেও এরপর থেকে দেশটিতে সংঘাতের ঘটনা বেড়েই চলেছে।

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, এ অভিযান শুরুর পর থেকে কমপক্ষে ১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছে ৫ হাজারেরও বেশি মানুষ।

চার দশকের বেশি ক্ষমতায় থাকার পর ২০১১ সালে ন্যাটো সমর্থিত বিদ্রোহে প্রেসিডেন্ট মোয়াম্মর আল-গাদ্দাফিকে হত্যা করা হলে লিবিয়ায় অস্থিরতা শুরু হয়। গাদ্দাফি  ছিলেন।

এরপর থেকে লিবিয়ায় রাজনৈতিক দুটি পক্ষ বিভাক্ত হয়ে ক্ষমতা দখলের লড়াই চালিয়ে যাচ্ছে। তার একটি হচ্ছে তবরুকে ও অন্যটি ত্রিপলিতে। দুপক্ষেরই ভারী অস্ত্র সজ্জিত মিলিশিয়া গোষ্ঠী রয়েছে।

 

আনন্দবাজার /এম.কে

সংবাদটি শেয়ার করুন