ঢাকা | সোমবার
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিনা চাষে পেঁয়াজ

বিনা চাষে পেঁয়াজ

পাবনার আটঘরিয়ায় বিগত কয়েক বছর বিনা চাষে রসুন আবাদ হলেও একই পদ্ধতিতে এবার শুরু হয়েছে বিনা চাষে পেঁয়াজ চাষ। আর এ কাজে উদ্যোক্তা হয়েছে বিআরডিবি।

জানা যায়, চৈতালী মওসুমে বিল এলাকায় মশুর, খেসারি, গম ও ধান কাটার পর বিগত ৩ থেকে ৪ বছর যাবত ওইসব এলাকার নরম মাটিতে বিনাচাষে রসুন আবাদ হয়ে আসছে। বিআরডিবি কর্মীদের ভাবনা বিনা চাষে নরম মাটিতে রসুন আবাদ হলে পেঁয়াজ আবাদ হবে না কেন? এ ভাবনার উপর বিআরডিবি উৎসাহিত কৃষকদের মাঝে পেঁয়াজ আবাদের ঋণ কার্যক্রম শুরু করেছে। 

পাবনার আটঘরিয়া পৌর এলাকার রাধাকান্তপুর মহল্লার বিলে শিরিয়া খাতুনকে প্রথম ধাপ দিয়ে বিনা চাষে পেঁয়াজ আবাদ শুরু করে। ইতিমধ্যেই তার জমিতে নরম কাঁদা মাটিতে পেঁয়াজ রোপণ করে আশানুরূপ পেঁয়াজ গাছ বড় হচ্ছে। এ দেখে আগামীতে অনেকেই নরম কাঁদা মাটিতে পেঁয়াজ আবাদের উৎসাহ দেখাচ্ছেন। শিরিয়া খাতুনের আধাবিঘা জমিতে পরীক্ষামূলক বিনা চাষে নরম কাঁদা মাটিতে পেঁয়াজের চারা রোপণ করে আশানুরূপ ফলন পাবে বলে আশাবাদী। 

সংবাদটি শেয়ার করুন