ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে গমের বাম্পার ফলন

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতায় পিছিয়ে থাকায় কৃষিপণ্য রফতানিতে ভর্তুকি দিচ্ছে ভারত। কৃষকদের সুরক্ষিত রাখতে সরকারিভাবে পণ্য কেনায় মজুদ বাড়ছে। এরই ধারাবাহিকতায় আগামী বছর গম উৎপাদনের রেকর্ড গড়তে চলেছে দেশটি। কৃষিপণ্যসংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সরকারি প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হুইট অ্যান্ড বার্লি রিসার্চের পরিচালক জ্ঞানেন্দ্র সিং জানান, পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় এবার গমের আবাদ ও ফলন বেড়ে যাবে। নিশ্চিতভাবে আমরা এবার গত বছরের রেকর্ড ভাঙব।

কর্মকর্তারা বলছেন, ২০২০ সালে টানা দ্বিতীয় মৌসুমের মতো ভারতে রেকর্ড পরিমাণ গম উৎপাদন হতে যাচ্ছে। কারণ চলতি বছরের বর্ষাকালে ২৫ বছরের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে। জমিতে যথেষ্ট রস আছে। ফলে কৃষকরা বেশি করে গম আবাদে উৎসাহিত হবেন।

কিন্তু অতিরিক্ত উৎপাদন ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। এরই মধ্যে যেভাবে মজুদ বেড়েছে, তাতে গমে দ্বিতীয় শীর্ষ উৎপাদক এ দেশটি কৃষকদের কাছ থেকে সরাসরি শস্য কিনতে বাধ্য হবে। পাশাপাশি রফতানি বাজার ধরে রাখতে ভর্তুকি কর্মসূচিও অব্যাহত রাখতে হবে।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর গম উৎপাদন হয়েছে ১০ কোটি ২১ লাখ ৯০ হাজার টন। এ বছর বর্ষাকালে (জুন-সেপ্টেম্বর) গড়ের চেয়ে ১০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তাছাড়া এবার অক্টোবর-নভেম্বরেও বেশ বৃষ্টি হয়েছে। ফলে গম বপনের উপযুক্ত জমির পরিমাণ বেড়ে গেছে।

তাছাড়া ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তাপমাত্রা অনেক নেমে যেতে পারে। এতে অত্যন্ত তাপমাত্রা সংবেদনশীল ফসল গমের ফলন অনেক বেড়ে যাবে বলে ধরে নেয়া যায়।

কৃষকদের সুরক্ষায় কৃষিপণ্যে ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) ধারাবাহিকভাবে বাড়িয়েছে ভারত সরকার। পাঁচ বছরের মধ্যে এটি ৭০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এতে আন্তর্জাতিক কৃষিপণ্যের বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাতে বসেছে ভারত।

৩১ মার্চ সমাপ্ত ২০১৮-১৯ অর্থবছরে ভারত ২ লাখ ২৬ হাজার ২২৫ টন গম রফতানি করেছে, যেখানে ২০১২-১৩ অর্থবছরে রেকর্ড ৬৫ লাখ টন রফতানি করেছিল। এ পরিস্থিতিতে সরকার কৃষকদের কাছ থেকে বেশি দামে গম কিনতে বাধ্য হচ্ছে। এতে বাড়ছে মজুদ। ১ নভেম্বরে মজুদ রেকর্ড ৩ কোটি ৭৪ লাখ টনে দাঁড়িয়েছে, যা গত বছরের চেয়ে ১৩ শতাংশ বেশি। সূত্র: বণিক বার্তা।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন