ঢাকা | শুক্রবার
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়া হবে

দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়া হবে

বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীতকরণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির রাষ্ট্রপতি  মুন জা-ইন।

শুক্রবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন রাষ্ট্রপতি ভবন ব্লু হাউজে নিজের পরিচয়পত্র পেশের বৈঠকে তিনি এ কথা বলেন।

এ সময় দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং কোরিয়ান রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২৩ সালে দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হবে। এ সময়ের মধ্যে উভয়ের সম্পর্ক আরো উন্নতকরণে কাজ করা হবে বলে প্রত্যাশা করেন দেশটির রাষ্ট্রপতি।

পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানের পর অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।

বৈঠকে রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন। যা গত পাঁচ দশকে আকারে ও ব্যাপ্তিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বাংলাদেশে কোরিয়ান কোম্পানিগুলোর উপস্থিতি ক্রমশ বৃদ্ধি পাওয়াসহ দক্ষিণ কোরিয়া বর্তমানে বাংলাদেশের অনত্যম উন্নয়ন সহযোগী হিসাবে আবির্ভূত হয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধনের প্রেক্ষিতে বাংলাদেশ পারস্পারিক সুবিধা অর্জনে দক্ষিণ কোরিয়ার সাথে সার্বিক অংশীদারিত্বমূলক সম্পর্ক স্থাপনে আগ্রহী।

সংবাদটি শেয়ার করুন