শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর করটিয়া শাখা সম্প্রতি ব্যাংকের শাখা প্রাঙ্গণে সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে এলাকার দুস্থ, গরীব ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর করটিয়া শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান উপস্থিত থেকে এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ২ শতাধিক কম্বল বিতরণ করেন।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে করটিয়া ইউনিয়নের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু, ডুবাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, করটিয়া সাদত বাজার বণিক সমিতির সভাপতি কামরুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক সায়মন হাসান তালুকদার রাজিব এবং শাখার কর্মকর্তাবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শহক